Advertisement
Advertisement

Breaking News

Sara Ali Khan Birthday

সারার প্রিয় সালোয়ার, তবে বিকিনিতেও একাধিকবার ঝড় তুলেছেন নবাবকন্যা

একঝলকে দেখে নিন 'বার্থডে গার্ল' সারা আলি খানের তোলপাড় করা সব ছবি।

১৯৯৫ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন সইফ-অমৃতার প্রথম সন্তান সারা আলি খান।

২৮ শে পা দিলেন নবাবকন্যা।

বলিউডের নবীন প্রজন্মের মধ্যে অন্যতম হিট অভিনেত্রী তিনি।

তবে নিজের শর্তেই জীবনে চলতে ভালবাসেন বলিউড অভিনেত্রী।

কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন বন্ধুদের সঙ্গে।

তবে ঘুরতে গিয়ে বিলাসবহুলভাবে থাকা তার নাপসন্দ!

স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলা, সেখানকার খাবার খাওয়া দারুণ পছন্দ সারা আলি খানের।

বারবার ধর্ম নিয়ে নেটপাড়ার রোষানলে পড়া সত্ত্বেও তীর্থক্ষেত্রে পুজো দিতে যান সারা।

সালোয়ার অভিনেত্রীর ভীষণ প্রিয় হলেও, একাধিকবার বিকিনি লুকে নেটপাড়ার ঘুম উড়িয়েছেন সারা।