Advertisement
Advertisement

Breaking News

Rhea chakraborty

রিয়ার শরীর জুড়ে শুধুই উষ্ণতা, সুশান্তকে ভুলে নতুন প্রেমে হাবুডুবু অভিনেত্রী

সোশাল মিডিয়ার হাত ধরে পুরুষমহলে হইচই ফেলে দিলেন রিয়া চক্রবর্তী।

সদ্য মুম্বই আদলতে খারিজ হয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস। আর অন্যদিকে নতুন ফটোশুটে আগুন ঝরাচ্ছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

বাদামি রঙের ফিনফিনে শাড়িতে রিয়ার শরীর জুড়ে যেন ছড়িয়ে পড়ল উষ্ণতা। সোশাল মিডিয়ার হাত ধরে পুরুষমহলে হইচই ফেলে দিলেন রিয়া চক্রবর্তী।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়াকে শুনতে হয়েছিল নানা কথা। এমনকী, মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে হাজতবাসও করতে হয়েছিল রিয়া চক্রবর্তী।

তারপর কেরিয়ারে ফের নিজের জায়গা পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে রিয়াকে। ঠিক এই সময়ই খবরে আসে সলমন খান ঘনিষ্ঠ বান্টি সচদেবের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া।

তবে এবার নতুন খবর হল, মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া।

শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।