ভারতীয় চলচ্চিত্রের সেই কিংবদন্তী ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকীতে মুম্বইয়ে শুরু হল বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। শুক্রবার সেই সিনে উৎসবের উদ্বোধনে অংশ নিয়েছিলেন গোটা কাপুর পরিবার। সাদা মখমলের শাড়িতে দেখা গেল আলিয়া ভাটকে। অন্যদিকে কালো রঙের গলাবন্ধ পরেছিলেন রণবীর।
রাজ কাপুরের সিনে উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। করিনাকে দেখা গেল গোল্ডেন আনারকলিতে।অন্যদিকে কালো রঙের গলাবন্ধ পরেছিলেন সইফ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি কাপুর কন্য়া রিধিমা। নীতু কাপুরকে পাশে নিয়ে ছবিও তুললেন তিনি।
রাজ কাপুরের ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন পরিচালক মহেশ ভাট। মেয়ে আলিয়া ভাটের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দিলেন তিনি।
অনুষ্ঠানে অংশ নিলেন জিনিলিয়া ও রীতেশ দেশমুখ।
এই অনুষ্ঠানে ক্য়ামেরার সামনে পোজ দিলেন প্রেম চোপড়া, শরমন যোশি।
গোল্ডেন শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। রাজ কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে হয়ে পড়েছিলেন আবেগপ্রবণ।
কালো রঙের শাড়িতে দেখা গেল অভিনেত্রী হুমা কুরেশিকে।
করিনার সঙ্গে রং মিলিয়ে শাড়ি পরলেন করিশ্মা কাপুর।
রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে এক ফ্রেমে ধরা পড়ল গোটা কাপুর পরিবার।
অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জ্যাকি শ্রফ পুত্র অভিনেতা টাইগার শ্রফ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.