Advertisement
Advertisement
Raj Subhashree

বর্ষশেষে ব্যাংককে রাজ-শুভশ্রী, বিকিনি বেবি ইয়ালিনীর মিষ্টি কাণ্ডে মজে নেটপাড়া

হলিডে মুডে রাজ-শুভশ্রী। দেখুন ফটো অ্যালবাম।

বড়দিনে মুক্তিপ্রাপ্ত 'সন্তান' দেখে যখন হল থেকে বেরিয়ে আবেগপ্রবণ হয়ে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা, তখন বিদেশের সমুদ্র সৈকতে হলিডে মুডে রাজ-শুভশ্রী।

প্রতিবার বছর শেষে দেশের বাইরে পাড়ি দেন টলিপাড়ার তারকাদম্পতি। এবারও তার অন্যথা হয়নি। দুই সন্তানকে নিয়ে ছুটির মেজাজে রাজ-শুভশ্রী।

জানা গিয়েছে, এবার তাঁরা সপরিবারে ব্যাংককে গিয়েছেন ঘুরতে। আর সেখান থেকেই শনিবার সপ্তাহান্তে সেলিব্রেশন মুডে দেখা গেল চক্রবর্তী পরিবারকে।

রাজ-শুভশ্রী ছাড়াও এই সফরে তাঁদের সঙ্গে রয়েছেন বন্ধু ফলক রশিদ রায়ের পরিবার এবং ভাগ্নি সৃষ্টি পাণ্ডে।

কখনও বিকিনি পরে খুদে ইয়ালিনী সৈকতের বালি নিয়ে খেলা করছে। আবার কখনও বা ইউভানকে দেখা গেল সমুদ্রে নেমে খেলতে। এদিকে একান্তে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।

সবমিলিয়ে চক্রবর্তীদের হলিডে জমজমাট! তবে শুভশ্রীর পোস্টে সবথেকে বেশি নজর কাড়ল খুদে ইয়ালিনী। বয়স মোটে ১ বছর। সদ্য হাঁটতে শিখেছে। আর এই বয়সেই দিব্যি বিদেশের সৈকতে একাই খেলছে।

অনুরাগীদের কথায়, ইয়ালিনী নাকি হুবহু বাবা রাজের মতো দেখতে। আর ইউভান একেবারে শুভশ্রীর মতো। দুই সন্তান আর সিনেমা নিয়েই রাজ-শুভশ্রীর সুখের ঘরকন্না। (ছবি : ইনস্টাগ্রাম)