Advertisement
Advertisement

Breaking News

Ram Temple

প্রাণ পেল রামলালা, ছবিতে দেখুন ষোড়শ উপচারে পুজোর বিশেষ মুহূর্ত

প্রাণপ্রতিষ্ঠার পর সাষ্টাঙ্গে প্রণাম, ১১ দিন পর রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরির হাত থেকে চরণামৃত খেয়ে উপবাস ভাঙেন মোদি।

অপেক্ষার অবসান। ৫০০ বছর পর ঘরে ফিরলেন রাম।

অযোধ্যায় পাঁচ বছর বয়সি রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সরযূ-সহ একাধিক নদীর কলস ভর্তি জলে প্রভু রামকে স্নান করানো হয়।

অযোধ্যায় পৌঁছে পুজো সামগ্রী নিয়ে গর্ভগৃহে পৌঁছন মোদি। ১ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলে পূজার্চনা।

নানা ধর্মীয় প্রক্রিয়ার পর অভিজিৎ মুহূর্তে বৈদিক মন্ত্রোচ্চারণে প্রাণ পায় রামলালা।

প্রাণপ্রতিষ্ঠার পর প্রদীপ, চামর দিয়ে বিশেষ আরতি করেন মোদি।

প্রভু রামের পায়ে পদ্মফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেন প্রধানমন্ত্রী।

রামলালাকে প্রদক্ষিণের পর সাষ্টাঙ্গে প্রণাম 'প্রধান যজমান' নমোর।

১১ দিন পর রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরির হাত থেকে চরণামৃত খেয়ে উপবাস ভাঙেন মোদি।