Advertisement
Advertisement

Breaking News

PM Modi

তরুণীর তুলিতে মোদির মায়ের মুখ! কনভয় থামিয়ে উপহার নিলেন প্রধানমন্ত্রী

সিমলায় 'গরিব কল্যাণ সম্মেলনে' অংশ নেন প্রধানমন্ত্রী।

বুধবার হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় একটি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় এক তরুণীর। অনু নামের ওই তরুণী মোদির হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর মা হীরাবেনের একটি ছবি। তরুণী নিজের হাতে এঁকেছেন ছবিটি।

তরুণীর হাতে ধরা তাঁর মায়ের ছবি দেখতে পেয়ে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিলেন মোদি। এরপরই তিনি নেমে এসে কথা বলেন তাঁর সঙ্গে।

মঙ্গলবার শিমলায় 'গরিব কল্যাণ সম্মেলনে' অংশ নেন প্রধানমন্ত্রী।

জনসভায় বক্তব্যও রাখেন তিনি।