Advertisement
Advertisement

পূজাপাঠ থেকে সর্বধর্ম প্রার্থনা, সাষ্টাঙ্গে প্রণাম করে সংসদে প্রবেশ মোদির, ছবিতে উদ্বোধনের নানা মুহূর্ত

সংসদ উদ্বোধনের মুহূর্ত প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে, বলছে বিজেপি।

১১

নতুন সংসদ ভবন পেল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে নতুন ভবনে প্রতিষ্ঠিত হল ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান।

১১

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের অনুপস্থিতিতেই জাতির উদ্দেশে সমর্পিত নতুন সংসদ ভবন।

১১

রবিবার সকালে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সংসদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

১১

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পূজাপাঠের মাধ্যমে শুরু হয় সংসদ উদ্বোধনের মূল অনুষ্ঠান।

১১

যজ্ঞ এবং পূজার পর সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। যাতে সংকল্প করেন খোদ প্রধানমন্ত্রী।

১১

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে ‘সেঙ্গল’ তুলে দেন তামিলনাড়ুর মঠের অধিনামরা।

১১

পবিত্র 'সেঙ্গল' সংসদে প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। লোকসভার স্পিকারের আসনের পাশে প্রতিষ্ঠিত হল এই পবিত্র রাজদণ্ড।

১১

পবিত্র সেঙ্গলের হস্তান্তরের আগে সাষ্টাঙ্গে প্রণাম মোদির। মাটিতে লুটিয়ে আশীর্বাদ নিলেন পুরোহিতদের।

১১

সেঙ্গল প্রতিষ্ঠার পর সংসদ চত্বরে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন। উপস্থিত বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। দর্শকাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্পিকার ওম বিড়লা-সহ মন্ত্রিসভার সদস্যরা।

১০ ১১

নতুন সংসদ তৈরিতে কাজে করা শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এই সংসদ তৈরির কাজ করেছেন প্রায় ৬০ হাজার শ্রমিক। কর্মদিবস তৈরি হয়েছে ২৩ লক্ষ।

১১ ১১

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের অনুপস্থিতিতেই জাতির উদ্দেশে সমর্পিত নতুন সংসদ ভবন। সংসদ উদ্বোধনের মুহূর্ত প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে, বলছে বিজেপি।