Advertisement
Advertisement

Breaking News

Kanchan-Sreemoyee

প্রেম-দুষ্টুমিতে আইবুড়ো ভাত, আদর মিশিয়ে হাতের মেহেন্দিতে কী লিখলেন কাঞ্চন-শ্রীময়ী?

গত ১৪ ফেব্রুয়ারি হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর রেজিস্ট্রি। এবার সামাজিক বিয়ে ও রিসেপশনের পালা।

গত ১৪ ফেব্রুয়ারি হয়েছে রেজিস্ট্রি। এবার সামাজিক বিয়ে ও রিসেপশনের পালা। তার আগে হয়ে গেল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের আইবুড়ো ভাত, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। ছবি: Birdlens Creation।

লাল শাড়ি পরে আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী চট্টোরাজ। গলায় পরেছিলেন আকন্দ ফুলের মালা। অভিনেত্রীর মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও ছিল নজরকাড়া। ছবি: Birdlens Creation।

লাল-কমলা লেহেঙ্গায় সেজে মেহেন্দি পরে শ্রীময়ী। হাতে লেখেন মনের কথা। কী সেই কথা? 'যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম'। ছবি: ইনস্টাগ্রাম।

কাঞ্চনের হাতেও লেগেছে মেহেন্দি। তাতে কোনও কারুকাজ নেই। লেখা শুধু শ্রীময়ী চট্টরাজের আদুরে ডাক 'শ্রী'। ছবি: ইনস্টাগ্রাম।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা দফা হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। সামাজিক অনুষ্ঠান পরিবার, বন্ধু ও আত্মীয়দের মাঝেই সারবেন দুজন। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে-রিসেপশন একদিনেই। আয়োজনও এলাহি। তবে কড়া নিরাপত্তা থাকছে। কোনও মিডিয়ার প্রবেশের অনুমতি নেই বলেই জানিয়ে দিয়েছেন শ্রীময়ী। ছবি: ইনস্টাগ্রাম।

এত ‘রাখঢাক’ কেন? ‘হবু গিন্নি’ জানান তারকা বিধায়কের মোটেই পছন্দ নয় এই বিষয়টি। তাই না বলে দিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।