Advertisement
Advertisement

Breaking News

Raj and Subhashree trip

খোলা আকাশের নিচে রাজের বুকে শুয়ে শুভশ্রী, এদিকে সৈকতে রকস্টারের মেজাজে ইউভান

ছুটির চুটিয়ে মজা করছে গোটা পরিবার।

ছুটির মেজাজে রাজ, শুভশ্রী আর ইউভান। নীল সমুদ্র আর সাদা সৈকত পেয়েই রকস্টারের মেজাজে ইউভান।

কিছুদিন আগেই ফের মা হওয়ার কথা ঘোষণা করেছেন শুভশ্রী। হবু মায়ের জ্বেলা যেন ঠিকরে পড়ছে এই বিচ লুকে।

খোলা আকাশের নিচে আবার রাজের সঙ্গে রোম্যান্সেও মেতেছেন শুভশ্রী। স্বামীর বুকের উপর শুয়ে তুলেছেন এই ছবি।

ইউভান আবার আছে নিজের ছন্দে। একেবারে রকস্টারের মেজাজে বালির উপর ঘুড়ে বেড়াচ্ছে।

সমুদ্রে নয়, সুইমিং পুলের জলেই গা ভিজিয়ে নিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী।