Advertisement
Advertisement

Breaking News

Patrali Chattopadhyay

বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?

টলিপাড়ার এক অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম নেটপাড়া।

জনপ্রিয় টেলি অভিনেত্রী 'দিল মিল গ্যায়ে'র আকাঙ্ক্ষার কথা মনে আছে?

বাঙালি নায়িকা পত্রালি চট্টোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। সম্প্রতি খবরের শিরোনামে অভিনেত্রী।

টলিউড ইন্ডাস্ট্রিরই এক অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি তাঁরা একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন কাশ্মীরে। দুই তারকার তরফেই সেসব ছবি পোস্ট হয়েছে। যা দেখে সরগরম নেটপাড়া।

যদিও সেই গুঞ্জন নিয়ে বহু জলঘোলা। তবে পত্রালি বর্তমানে লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত হিন্দি সিরিয়ালে অভিনয়ের জন্য কলকাতায় রয়েছেন।

পত্রালি চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতায়। তিনি বাংলা ইন্ডাস্ট্রি দিয়েই কর্মজীবন শুরু করেছিলেন।

২০১৪ সালে বাংলা ছবি 'বাঙালি বাবু ইংলিশ মেম'-দিয়ে অভিনয়ে শিকে ছিঁড়লেও পরবর্তীতে ওড়িয়া এবং মুম্বই ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন পত্রালি চট্টোপাধ্যায়।