Advertisement
Advertisement
Paayel Sarkar

উত্তাল যৌবন, কালো পোশাকে পায়েল যেন ‘রাত রানি’, ছবি দেখলেই ছ্যাঁকা খাবেন!

অভিনেত্রীর এই বোল্ড ছবিগুলো না দেখলেই মিস!

দিন কয়েক আগেই, শোনা গিয়েছে পায়েল সরকার নাকি এনআরআই পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! শুধু তাই নয়। এও শোনা যাচ্ছে, বিয়ের পর পায়েল অভিনয়জগৎকে বিদায় জানিয়ে বিদেশেই থাকবেন।

এমন গুঞ্জনের মাঝেই বোল্ড লুকে ঘায়েল করলেন পায়েল সরকার। কালো পোশাকে তিনি যেন একেবারে 'রাত রানি'। অভিনেত্রীর মনোক্রম ছবি দেখে ঘায়েল নেটপাড়াও।

সম্প্রতি পায়েল সরকার মার্কিন মুলুকে গিয়েছিলেন। তার পর থেকেই অভিনেত্রীর এনআরআই পাত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার জল্পনা তুঙ্গে।

সত্যি কি বিয়ে করছেন পায়েল সরকার? অভিনেত্রীর সপাট জবাব, কেউ কেউ তো লিভ ইনেও পাঠিয়ে দিয়েছেন। বিয়ে কিংবা লিভ ইন, দুটোই তাঁর কাছে সমান। নায়িকা বলছেন, “আমার এখনও বিয়ে পায়নি। একটু ধৈর্য ধরতে হবে সকলকে। সময় মতো সবটাই জানাব।”

কিন্তু কেন নিউ ইয়র্ক গিয়েছিলেন তিনি? অভিনেত্রী আসলে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতেই সেখানে উড়ে গিয়েছিলেন। কারণ, সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল। শুধু তাই নয়! বিদেশে গিয়ে কিন্তু খালি হাতে ফিরে আসেননি পায়েল সরকার। নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)