Advertisement
Advertisement

Breaking News

Yash Nusrat

থাইল্যান্ডে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন যশ-নুসরত, বাঘের সঙ্গেও পাতালেন বন্ধুত্ব, দেখুন ছবি

চিতার পিঠে হাত রেখেও ছবি তুলেছেন নুসরত ও যশ।

পুজোর আগেই খোশমেজাজে নুসরত ও যশ। থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন দুই তারকা। আর সেখানে গিয়ে এভাবেই বাঘের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন।

চিতার পিঠে হাত রেখেও ছবি তুলেছেন নুসরত ও যশ। একেবারে ম্যাচিং পোশাক পরে ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।

নীল জলে যেন জলপরীর মেজাজে ছিলেন নুসরত। যশও বেশ চোখের রোদচশমায় ভরে নিয়েছিলেন নীল রং।

নুসরতের রূপের ছটায় যেন মুগ্ধ যশ। নিজের এই ছবিটি আপলোড করে প্রশ্ন লেখেন, "আমার তোমার বারটেন্ডার হতে দাও ...নেব শটসের দায়িত্ব।"