Advertisement
Advertisement
Nusrat Jahan

মেঘলা দিনে নুসরতের মোহ! খোলা শার্টে নেটপাড়ায় ঝড় তুললেন নায়িকা

সবুজ রঙের কো-অর্ড সেট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন নায়িকা।

একে মেঘলা দিন। তায় আবার রবিবার। এমন দিনেই খোলা শার্টে নেটদুনিয়ায় ঝড় তুললেন টলি বিউটি নুসরত জাহান।

সবুজ রঙের কো-অর্ড সেট পরেছেন নুসরত। তাতে আবার রয়েছে সাদার কারুকাজ। একেবারে বহেমিয়ান মেজাজে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।

বিতর্ক নুসরতের নিত্যদিনের সঙ্গী। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। তবে নুসরত বরাবর নিজের শর্তে বাঁচার পক্ষপাতী।

ঘুরতে ভালোবাসেন নুসরত জাহান। কিছুদিন আগেই নাকি যশ দাশগুপ্তর সঙ্গে পাড়ি দিয়েছিলেন গোয়া। এই ছবি সম্ভবত সেখানকারই।

সারাক্ষণ মেজাজ নিয়ে পোজ দিতে কার ভালো লাগে? নুসরতের তো একেবারেই ভালো লাগে না। তাই এমন প্রাণখোলা হাসিও হয়েছে ক্যামেরাবন্দি। ছবি: ইনস্টাগ্রাম।