Advertisement
Advertisement
Nikki Tamboli

নিটোল বক্ষযুগল, পোশাকের ফাঁকে স্পষ্ট নিতম্ব, নিক্কির ‘ব্ল্যাক ম্যাজিক’-এ কাত নেটপাড়া

‘বিগ বস ১৪’র প্রতিযোগী ছিলেন অভিনেত্রী।

সারা শরীরে কালোর জাদু নিয়ে ক্যামেরার সামনে নিক্কি তাম্বোলি। নিটোল বক্ষযুগলে সোশাল মিডিয়ায় আগুন ঝরালেন নায়িকা।

কালো রং নিক্কির বেশ পছন্দের। তাই তো এই রঙের নানা ধরনের পোশাক দেখা যায় তাঁর পরনে। তাতেই ক্যামেরা কাঁপিয়ে দেন।

কখনও বিকিনি পরে ফ্রেমবন্দি হয়েছেন, আবার কখনও এমন পোশাক পরেছেন যাতে দেখা গিয়েছে নিতম্ব। নিক্কির এই বোল্ড মেজাজেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

মারাঠি পরিবারে নিক্কির জন্ম। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। সিনেমা জগতে নিক্কির সফর শুরু তেলুগু সিনেমার মাধ্যমে।

‘বিগ বস ১৪’র প্রতিযোগী ছিলেন ছিলেন নিক্কি। তৃতীয় স্থানে শেষ হয় তাঁর দৌড়। চ্যাম্পিয়ান রুবিনা আর রানার্স আপ রাহুল বৈদ্যর ঠিক পরে।

‘বিগ বস’ পর্ব শেষ করেই ‘ফিয়ার ফ্যাক্টর’ শোয়ে যোগ দিয়েছিলেন নিক্কি। সেখানে তাঁর যাত্রা শেষ হয়েছিল দশম স্থানে।

নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘জোগিরা সারা রা রা’ ছবিতে আইটেম গানেও নেচেছিলেন নিক্কি। এখন নিজের এই বোল্ড ছবিতেই নেটপাড়া মাতিয়ে রাখেন। ছবি: ইনস্টাগ্রাম।