Advertisement
Advertisement
Narendra Modi

দেশের বৃহত্তম হাসপাতাল উদ্বোধন মোদির, স্বাস্থ্যক্ষেত্রকে মিশন মোডে পরিণত করার সংকল্প

১৩০ একর জমির উপরে তৈরি হয়েছে দেশের বৃহত্তম হাসপাতাল।

দেশের বৃহত্তম হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার ফরিদাবাদের এই হাসপাতাল তৈরি করেছে মাতা অমৃতানন্দময়ী মঠ।

এই হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে। স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে মিশন মোডে রুপান্তরিত করার চেষ্টা করছে ভারত সরকার।

মাতা অমৃতানন্দময়ী মঠের প্রধান মাতা অমৃতানন্দময়ীর সঙ্গে একসাথে মিলে হাসপাতালের উদ্বোধন করেছেন মোদি। ভক্তদের কাছে অবশ্য অমৃতানন্দময়ী আম্মা নামেই পরিচিত।

কোচিতেও একটি হাসপাতাল তৈরি করেছেন সকলের প্রিয় আম্মা। প্রায় ষাট হাজার কোটি টাকা খরচ করে তাঁর জীবনের দ্বিতীয় হাসপাতালটি তৈরি করেছেন অমৃতানন্দময়ী।

২৬০০ টি শযা বিশিষ্ট এই হাসপাতাল শুধুমাত্র সৌরশক্তিতে চলবে। ১৩০ একর জমিতে প্রায় ছয় বছর ধরে এই হাসপাতাল তৈরি করা হয়েছে।

তবে এই হাসপাতাল সম্পূর্ণভাবে চালু হতে প্রায় পাঁচ বছর সময় লাগবে। হাসপাতালের পাশাপাশি একটি মেডিক্যাল কলেজও থাকবে এই এলাকায়।

একই দিনে পাঞ্জাবের মোহালিতে একটি ক্যানসার হাসপাতালেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

হোমি ভাবা ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত আট বছরে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে।