Advertisement
Advertisement

Breaking News

Mouni Roy

মৌনীর মেদহীন কোমরে কীসের দাগ? উত্তাল যৌবনের ভরা কোটালে ভাসালেন নায়িকা

নেটপাড়ায় ছ্যাঁকা দিচ্ছেন অভিনেত্রী।

পরনে সাদা শিফন শাড়ি। আঁচলের ফাঁকে উন্মুক্ত কোমরে দুষ্টি ইশারা! নেটদুনিয়ায় ঝড় তুললেন মৌনী রায় (Mouni Roy)।

ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক ফটোশুট হিল্লোল তুলেছে পুরুষ হৃদয়ে। তাঁর শরীরী আবেদনে কাত নেটিজেনরা।

খোলা চুল। চোখেমুখে আবেদন। মৌনীর উত্তাল যৌবনের ভরা কোটালে ভেসে গেলেন ভক্তরা।

সিনেমা, সিরিজে সেভাবে দেখা না গেলেও বলিপাড়ার এই বঙ্গকন্যার অনুরাগীর সংখ্যা কিন্তু চোখ ঘুরিয়ে দেওয়ার মতো।

মাঝেমধ্যেই বেস্ট ফ্রেন্ড দিশা পাটানির সঙ্গে ইতিউতি ঘুরতে যান মৌনী রায়।

ছোটপর্দা থেকে মৌনী রায় এখন বড়পর্দার নায়িকা। মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে নিজের রেস্তরাঁও খুলেছেন।

বলিউড মৌনীর কর্মক্ষেত্র। নাম, যশ, অর্থ- সবই পেয়েছেন সেখানে। তবে অভিনেত্রীর শিকড় কোচবিহারে। সেখানকার জল-মাটি-হাওয়াতে বড় হওয়া। (ছবি- ইনস্টাগ্রাম)