'মেয়েবেলা'র মৌকে মনে আছে? বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ।
একটি সিরিয়ালেই বাজিমাত করেছেন স্বীকৃতি মজুমদার। পর্দায় তাঁর বউমা অবতার দেখেছেন বটে!
তবে এবার স্বীকৃতির হট ছবি দেখলে ঘাম ধরবে!
বেশ কয়েকদিনেই মৌয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্বীকৃতি মজুমদার।
সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করেছেন মৌ। কখনও তাঁকে দেখা গেল ব্রালেট স্কার্টে।
আবার কখনও বা ফুকেতের নীল জলরাশির মাঝে স্বল্পবসনা অবতারে ধরা দিলেন স্বীকৃতি। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.