Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

লাল গাউনে লাস্যময়ী মিমি, মনে বসন্তের ছোঁয়া!

বোল্ড মিমির রূপে মুগ্ধ অনুরাগীরা

চলছে ভালোবাসার মরশুম। শহরের আকাশে বাতাসে প্রেমের ছোঁয়া। এখন চারিদিকে শুধুই রঙের ছড়াছড়ি। আর এই আবহেই ফটোশুটের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ফ্যাশন নিয়ে মিমির ভাবনা চিন্তা খুবই সুন্দর। আর সেইভাবে নিজেকে সাজিয়েও তোলেন তিনি। লাল গাউনে মিমিকে দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুরাগীরা।

বোল্ড লুক। মিমির প্রতিটি ফটোশুট কিন্তু তারিফ করার মত। তাঁর পোশাক, ফ্যাশনেও রয়েছে নতুনত্বের ছোঁয়া।

লাল লিপস্টিক, লাল লং গাউন, চোখের গাঢ় রঙে উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা।

বরাবরই নিজেকে ভালবাসার বার্তা দেন তিনি। সেলফ লভ তাঁর কাছে খুবই স্পেশাল।

নায়িকার বার্তা, "সুখী থাকার চাবিকাঠি অন্যের মধ্যে নয় নিজের মধ্যেই লুকিয়ে।" (ছবি: ইনস্টাগ্রাম)