Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

বোনঝিকে সঙ্গে নিয়ে হলদিবাড়ির হুজুর সাহেবের দরগায় মিমি চক্রবর্তী! দেখুন ছবি

রবিবার জলপাইগুড়ির বাড়িতে গিয়েছেন সাংসদ- অভিনেত্রী মিমি।

পরিচালক মৈনাক ভৌমিকের মিনি ছবিতে মাসি হয়ে বোনঝিকে সামলে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার সেই সিনেপর্দার গল্পই যেন সত্যি হল। বোনঝিকে সঙ্গে নিয়ে হলদিবাড়ির হুজুর সাহেবের মাজার ঘুরে বেড়ালেন মিমি মাসি। প্রতিদিন চিত্র

রবিবার জলপাইগুড়ির বাড়িতে গিয়েছেন সাংসদ- অভিনেত্রী মিমি। সোমবার বিকেলে মাসির বাড়িতে বেড়াতে কোচবিহারের হলদিবাড়িতে যান নায়িকা। সেখান থেকে বোনঝিকে কোলে করে সোজা চলে আসেন হুজুর সাহেবের মাজারে। দীর্ঘক্ষন মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন তিনি। প্রতিদিন চিত্র

মিমির মাসির বাড়ি হলদিবাড়ির ক্ষুদিরাম পল্লীর পাশেই হুজুর সাহেবের মাজার। মিমি জানান, ছোট বেলায় যতবার মাসির বাড়িতে এসেছেন ততবারই মাজারে এসে প্রার্থনা করেছেন। প্রতিদিন চিত্র

ব্যস্ততার কারণে এখন জলপাইগুড়ির বাড়িতে আসার খুব কম সময় পান। মায়ের হাতের রান্না।বাড়ির ছাদের ফুলগাছ খুব করে টানে তাকে।এবার এসে বোনঝির সঙ্গেই বেশি করে সময় কাটান মিমি।

মাসির বাড়ি বেড়াতে গিয়েও ছোট্ট বোনঝিকেই কোলে করে নিয়ে যান। মাসির বাড়ির ছাদ বাগান ঘুরে বেড়ান। অনেকটা ছায়াছবির "মিনি"র মতোই এখানে বাস্তবের মিমি মাসি।