Advertisement
Advertisement

Breaking News

Manish Malhotra

মণীশের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, মুখোমুখি সলমন-ঐশ্বর্য! দ্যুতি ছড়ালেন গৌরী-রেখা

তারকাখচিত পার্টিতে আর কারা ছিলেন? দেখুন অ্যালবাম।

প্রতিবারের মতো এবারেও আগেভাগেই মণীশ মালহোত্রা দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। আর সেই তারকাখচিত পার্টিতেই হাজির হয়েছিল গোটা বলিউড।

মণীশের পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, সলমন খান, রেখা, সারা আলি খান থেকে শুরু করে আরও অনেকেই।

শাহরুখকে ছাড়াই দেখা গেল গৌরী খানকে। স্বামীকে নিয়ে হাজির হন মাধুরী দীক্ষিত।

এভারগ্রিন রেখাও দারুণ সেজে এসেছিলেন। মণীশের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাপ্পারাজিদের সঙ্গে মশকরাও করলেন রেখা।

বন্ধু মণীশ মালহোত্রা দিওয়ালি পার্টিতে গ্ল্যামার ছড়ালেন তারকাদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা,কিয়ারা আডবানিও।

মীরা রাজপুতকে দেখা গেল স্বামী শাহিদ কাপুরের সঙ্গে। তাঁর পরনে কালো সিক্যুইন ওয়ার্কের শাড়ি। আর শাহিদ পরেন পাঞ্জাবি।

জাহ্নবীর সঙ্গে সৎ বোন অংশুলা কাপুর। স্ত্রী নতাশা দালালকে সঙ্গে নিয়ে মণীশের পার্টিতে এলেন বরুণ ধাওয়ানও।

মণীশের লেহেঙ্গাতেই সাজলেন সারা আলি খান। আয়ুষ্মান খুরানাকে দেখা গেল স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে।

রং মিলান্তি পোশাকে এলেন মাধুরি দীক্ষিত এবং শ্রীরাম নেনে। বন্ধু মণীশ মালহোত্রা দিওয়ালি পার্টিতে শিবানি দান্দেকর এবং ফারহান আখতার। শোনা গেল, রেড কার্পেটে নোরা ফতেহির ক্যামেরায় পোজ দেওয়া নিয়ে খানিক বিরক্ত হয়ে যায় ফারহা খান। তৎক্ষণাৎ জিজ্ঞেস করেন- 'তোমার হয়েছে?'