Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

অলিম্পিকের টানেই প্যারিসে মালাইকা! নাকি নেপথ্যে ‘অন্য’ কেউ?

দেখুন মালাইকা অরোরার প্যারিস ডায়েরি।

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ দেশে-বিদেশের বিভিন্ন জায়গায় ছুটি কাটাচ্ছেন।

কখনও স্পেনে, কখনও মলদ্বীপে। এবার মালাইকা অরোরা প্যারিসে। সেখান থেকেই রঙিন সফরের ঝলক দেখালেন।

মালাইকার শেয়ার করা ছবিতে অলিম্পিকের ঝলকের পাশাপাশি তাঁর খাদ্যপ্রেম, শপিং করার মুহূর্তও ধরা পড়ল।

কিন্তু মালাইকা কি একাই প্যারিসে? সেটা বড় প্রশ্ন। কারণ সম্প্রতি এক রহস্যময় পুরুষকে দেখা গিয়েছে তাঁর ফ্রেমে।

তখন থেকেই গুঞ্জনের সূত্রপাত যে, অর্জুনকে ছেড়ে নতুন পুরুষে মজে মালাইকা!

প্যারিসে কখনও নেটপাড়ার তাপমাত্রার পারদ চড়াচ্ছেন তো কখনও বা আবার খানাপিনার রঙিন মুহূর্ত শেয়ার করছেন।

অর্জুন কাপুর (Arjun Kapoor), মালাইকা অরোরার (Malaika Arora) সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার কার প্রেমে মালাইকা? কৌতূহল ভক্তদের।