Advertisement
Advertisement

Breaking News

Madhumita Sarcar

‘নেশা লাগিল রে…’, উফফ! শাড়ির আঁচল সরিয়ে আলো-আঁধারিতে ম্যাজিক দেখালেন মধুমিতা

দেখেছেন মধুমিতার এই ফটোশুট?

তিনি দর্শক অনুরাগীদের কাছে 'সেক্সিং বং বিউটি'। দুষ্টু মিষ্টি নায়িকা মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে নেটপাড়ায় উষ্ণতা চড়ান।

টলিপাড়ার মিষ্টি নায়িকা মধুমিতা সরকার। যা পরেন, তাতেই মানিয়ে যায়। এবার নতুন ফটোশুটেও আগুন ধরালেন নেটপাড়ায়।

ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ট্র্যাডিশনাল বা ইন্দো-ওয়েস্টার্ন, সবকরমের পোশাকেই সাবলীল মধুমিতা।

এবারও তার অন্যথা হল না! শাড়িতেই রূপযৌবনের খেলা দেখালেন মধুমিতা সরকার।

মধুমিতা বরাবরই ফ্যাশন সচেতন। এবার কার্টুন প্রিন্টের শাড়ি আর নুডল স্ট্র্যাপের ব্লাউজে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন নায়িকা।

শাড়ির আঁচল সরিয়ে আলো-আঁধারিতে যে ফ্যাশন ম্যাজিক দেখালেন টলিউড অভিনেত্রী, তাতে মুগ্ধ নেটপাড়া। (ছবি : ইনস্টাগ্রাম)