Advertisement
Advertisement
Kumari Puja 2022

বেলুড় মঠ থেকে তারাপীঠ, সব জায়গাতেই নিষ্ঠাভরে হয় কুমারী পুজো, দেখুন ছবি

নেপালেও শক্তি রূপে শিশুকন্যাদের পুজো করা হয়।

১০

প্রতিবারের মতো এবারও নিয়মনিষ্ঠা মেনে বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে।

১০

ইতিহাস ও ঐতিহ্যের এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। এবারও তার অন্যথা হয়নি।

১০

তারাপীঠেও হয়েছে কুমারী পুজো। হলুদ শাড়িতে সাজানো হয়েছে কুমারীকে।

১০

রামকৃষ্ণ দেবের আবির্ভাব ভূমি কামারপুকুর। সেখানকার রামকৃষ্ণ মঠে হয়েছে কুমারী পুজো।

১০

উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের প্রণব কন্যা সংঘে সন্ন্যাসিনীদের সঙ্গে মিলে মহিলারা দুর্গাপুজোর আয়োজন করেন। তাঁদের আয়োজনেই হয় কুমারী পুজো।

১০

কুমারীর পাশাপাশি একাধিক বালিকা দেখা যাচ্ছে। তাঁদেরও গলায় মালা দিয়ে সাজানো হয়েছে।

১০

মালদহেও হয়েছিল কুমারী পুজো। লালশাড়িতে শিশুকন্যাকে সাজানো হয়।

১০

নেপালেও হয় কুমারী পুজোর আয়োজন। তবে একটু অন্যভাবে।

১০

শিশুকন্যাদের এই ভাবে সাজিয়ে শক্তিরূপে তাদের আরাধনা করা হয়।

১০ ১০

ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কুমারী পূজাও ভালভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, দিনাজপুর, ফরিদপুরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।