Advertisement
Advertisement

Breaking News

Koushani Mukherjee

নেটের পোশাকে শ্বেতশুভ্র কৌশানী, ‘ঝিমলি’র এই ছবিগুলো না দেখলেই মিস!

বোল্ড কৌশানীর এই ছবিগুলো দেখেছেন?

দিন কয়েক আগেই বনির সঙ্গে কলকাতা থেকে আফ্রিকায় ঘুরতে গিয়েছিলেন কৌশানী।

সেখান থেকে মাঝেমধ্যেই মজার বেশ কিছু মুহূর্ত শেয়ারও করেছেন কৌশানী। সেই ট্যুরের রেশ এখনও বর্তমান।

অভিনেত্রী সদ্য শ্বেতশুভ্র নেটের পোশাকে ছবি পোস্ট করেছেন। অনুরাগীদের মন কাড়লেন ঝিমলি।

পরনে সাদা ওয়ান পিস। অন্দর থেকে উঁকি দিচ্ছে ব্রালেট এবং বিকিনি প্যান্ট, চোখে রোদচশমা। পাথুরে ব্যাকগ্রাউন্ডে কেতাদুরস্ত ফটো তুলেছেন কৌশানী।

আফ্রিকায় ছুটি কাটাতে গিয়ে যে টলিপাড়ার তারকাজুটি বেশ উপভোগ করেছেন, সেটা তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যাবে। (ছবি- ইনস্টাগ্রাম)