Advertisement
Advertisement

Breaking News

Saif-Kareena

‘একটু উষ্ণতার জন্য…’, পঞ্চাশ পেরিয়েও ‘সুপার হট’ সইফ, বিকিনিতে বেগম বেবো

বিয়ের এক যুগ বাদেও সইফ-বেবোর রসাল রসায়ন! উষ্ণ গ্যালারি দেখলে ঈর্ষা হবে!

বিকিনিতে করিনা কাপুর। কম যান না পঞ্চাশোর্ধ্ব সইফ আলি খানও। নবাবের শার্টলেস ছবিতে এবার কাবু হল নেটপাড়া।

স্বামী সইফ, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন করিনা কাপুর।

সইফ সেখানে পরেছেন উজ্জ্বল কমলা শর্টস। আর সেই ছবিই ঘরনি করিনা এবার শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। যা দেখে ঘুম ছুটেছে মহিলা মহলের!

বিয়ের এক যুগ বাদেও সইফ-বেবোর রসাল দাম্পত্য রসায়ন দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত।

নো মেকআপ লুকে বিকিনি পরিহিত অভিনেত্রীর সৌরচুম্বনের ছবি নেটজগতে ভাইরাল হয়ে গিয়েছে। চোখে রোদচশমা অন্য ছবিতে ৪৪ বছরের অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বোটে।

যে কটি ছবি শেয়ার করেছেন নায়িকা, তার মধ্যে সবচেয়ে চর্চিত হলুদ বিকিনি পরিহিত ছবিটিই।

ছুটি কাটানোর মেজাজে তোলা ছবিগুলিতে করিনাকে ‘কুল’ লাগছে বলেই মত বহু নেটিজেনের। অনেকে ‘হট টু হ্যান্ডল’ বলেও দাবি করেন।

বলিউড ডিভা সময় পেলেই বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। ছোট্ট দুই ছেলে ও স্বামী সইফকে নিয়ে পতৌদি প্যালেসে কাটানোর পাশাপাশি সমুদ্র সৈকত বা অন্যত্রও তাঁদের দেখা গিয়েছে আগে। (ছবি : ইনস্টাগ্রাম)