আম্বানিদের অনুষ্ঠান শেষ হতেই কাজে ফিরেছেন জাহ্নবী কাপুর। নিজের নতুন ছবিতে চমকে দিয়েছেন নেটিজেনদের।
গাউনের মোড়কে যেন সাদা কালো ব্লেজার পরেছেন শ্রীদেবীকন্যা। তাঁর এই ফ্যাশন ঝটকাতেই তোলপাড় নেটদুনিয়া।
খুব শিগগিরিই জাহ্নবীর নতুন সিনেমা 'উলঝ'-এর ট্রেলার প্রকাশ্যে আসার কথা। তারই প্রচারে এই পোশাক পরে গিয়েছিলেন অভিনেত্রী।
কী বলা যেতে পারে এই পোশাককে? গাউন না ব্লেজার? তা নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়। নেটিজেনদের একজন আবার অভিনেত্রীর সঙ্গে মার্কিন তারকা কিম কার্দাশিয়ানেরও তুলনা করেন।
সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'উলঝ'। ছবিতে জাহ্নবী ছাড়াও রয়েছেন গুলশন দেভাইয়া, রোশন ম্যাথিউ, রাজেশ তৈলঙ্গ। ছবি: ইনস্টাগ্রাম ও সংগৃহীত।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.