Advertisement
Advertisement

Breaking News

IPIM Glamourama 23

সৌন্দর্য এবং প্রতিভার উদযাপনে IPIM, হাজির প্রিয়াঙ্কা, নীল-তৃণারা

'গ্ল্যামোরামা ২৩'র বিশেষ ঝলক।

১০

সৌন্দর্য এবং প্রতিভার উদযাপনে ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্টের অভিনব উদ্যোগ Glamourama 23।

১০

সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে IPIM-এর তরফে এক ফ্যাশন ব়্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে বেছে নেওয়া হয়েছে 'IPIM ফেস'।

১০

বিজেতাদের সম্মানিত করতে উপস্থিত ছিলেন একঝাঁক টলিউড তারকা। দেখা গেল নীল-তৃণা, প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা দত্তদের।

১০

বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার এবং অলোকানন্দা রায়। মিস্টার ক্যাটাগরিতে জিতেছেন জসুয়া গোমজ। মিস ক্যাটাগরির বিজেতা গীতা বসু মহাগামা।

১০

গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চান? কিংবা মডেলিং সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন? তাহলে ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্ট কিন্তু আপনার কাছে এনে দিতে পারে সুবর্ণ সুযোগ।

১০

এই সংস্থা যেমন আপনার চেহারা এবং মনের সৌন্দর্যের বিকাশ ঘটাবে, তেমনই তৈরি করে দিতে পারে আপনার গ্ল্যামারাস বডি ল্যাঙ্গুয়েজ। যা কিনা গ্ল্যামার দুনিয়ায় চলার ক্ষেত্রে প্রতি পদে পদে আপনার কাজে লাগবে।

১০

কলকাতা এবং শহরতলির পড়ুয়ারা, উচ্চাকাঙ্ক্ষী মডেল, গৃহিণী, যে কেউ চাইলে এই ইনস্টিটিউটে যোগ দিতে পারেন পার্সোনাল গ্রুমিংয়ের জন্য।

১০

IPIM-এর কর্ণধার অ্যাডোলিনা গঙ্গোপাধ্যায় একজন সফল এবং বিখ্যাত ইমেজ কনসালট্যান্ট যিনি এক দশকেরও বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত।

১০

খুব সাফল্যের সঙ্গে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের ইমেজ ট্রান্সফরমেশনে সাহায্য করে আসছেন অ্যাডোলিনা।

১০ ১০

শহরের সেরা পোর্সোনালিটি ডেভেলপমেন্ট প্রশিক্ষকরা IPIM-এর কোর্সগুলি শেখান। যার মধ্যে সেলিব্রিটিরাও রয়েছেন।