Advertisement
Advertisement

Breaking News

Father's Day 2024

পিতৃদিবসে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বরুণ, টলিউড-বলিউডের বাকি তারকারা কী করলেন?

বাবা মহেশ ভাট নয়, পিতৃদিবসে আলিয়া নিজের দাদুর ছবি শেয়ার করেছেন।

১১

সদ্য বাবা হয়েছেন। আনন্দে আত্মহারা বরুণ ধাওয়ান। তাঁর আঙুল আঁকড়ে রয়েছে একরত্তি। এমন ছবি পোস্ট করেই অভিনেতা জানালেন, মেয়ের বাবা হয়ে তিনি কতটা খুশি।

১১

বাবা মহেশ ভাট নয়, পিতৃদিবসে নিজের দাদুর ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। জানিয়েছেন, তাঁর ছোটবেলার সমস্ত গল্পের কথক ইনি।

১১

রণবীর কাপুরের সোশাল মিডিয়া পেজ নেই বা গোপন নামে রয়েছে। তবে নীতু কাপুর শেয়ার করেছেন রণবীর ও ঋষি কাপুরের এই পুরনো ছবি। ছবিতে নীতু কাপুরে জামাই ভরত সাহানিও রয়েছেন।

১১

আজ শুধু পিতৃদিবস নয়, বলিউড-টলিউডের 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর জন্মদিনও। বাবার সঙ্গেই ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন নমাশি চক্রবর্তী।

১১

একজন বলিউডের হিম্যান। আরেকজন বক্স অফিসে 'গদর' অর্থাৎ বিপ্লব করতে ওস্তাদ। বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ছবি শেয়ার করে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন সানি দেওল।

১১

বাবা সুনীল দত্তর 'জাদু কি ঝাপ্পি' এখনও মিস করেন সঞ্জয় দত্ত। এখন তিনি নিজেও দুই সন্তানের বাবা। পিতৃদিবসে জীবনের দুই সময়ের ছবিই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

১১

বাবার কোলে ছোট্ট বিপাশা। আবার এই বাবাকেই এখন দুহাত বাড়িতে জড়িয়ে ধরতে পারেন। ফাদার্স ডে-তে এমনই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।

১১

সমগ্র দাক্ষিণাত্যের থালাইভা তিনি। বড়পর্দার ভিলেনদের কাল। কিন্তু মেয়ে ঐশ্বর্যর কাছে রজনীকান্ত এমন বাবা যিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাইতো এই ছবিটি পোস্ট করেছেন পরিচালক।

১১

অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের কাছে পিতৃদিবস 'অতি উত্তম'। তাই তো এই দিনে বাবা গৌতম চট্টোপাধ্যায়ের পুরনো ছবি শেয়ার করেছেন। আবার শ্বশুরমশাই দেবাশিস কুমারের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

১০ ১১

একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য স্যুট-বুট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন কৌশিক সেন ও ঋদ্ধি সেন। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেন ঋদ্ধি।

১১ ১১

'বাবা,ছেলে ও নদী', ছেলে সহজের সঙ্গে ছবি পোস্ট করে একথাই লিখেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছেলের জন্যই তো তাঁর ও প্রিয়াঙ্কার সম্পর্ক এখন এতটা সহজ হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।