Advertisement
Advertisement
Dhanashree Verma

চাহালের সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, উষ্ণ ছবিতে নেটপাড়া কাঁপাচ্ছেন ধনশ্রী

২০২০ সালে চাহাল-ধনশ্রী সাত পাকে বাঁধা পড়েন।

২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের চার বছরেই যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মা বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এদিকে সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস অভিনেত্রী।

অনুষ্কা-আথিয়াদের থেকে ধনশ্রীর গ্ল্যামার কোনও অংশে কম নয়। এমনই মত তাঁর অনুরাগীদের। ডাক্তারি পাশ করেছেন ধনশ্রী। ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর।

যেমন অভিনয় করেন, তেমনই ভালো গানের গলা ধনশ্রীর। রিয়ালিটি শো 'ঝলক দিখলা যা'তেও দেখা গিয়েছিল তাঁকে। ধনশ্রীকে উৎসাহ দিতে যুজবেন্দ্রও গিয়েছিলেন শোয়ে।

চাহাল-ধনশ্রীর সুখের সংসারে ভাঙনের জল্পনা গত বছরই শোনা গিয়েছিল। সেই জল্পনাকে উসকে দিয়ে নাকি নতুন বছরে সোশাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবিই সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার।

ধনশ্রীও ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন বলে রটনা। যদিও তিনি এখনও পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি ডিলিট করেননি। এহেন পরিস্থিতিতে দম্পতির ঘনিষ্ঠমহলের দাবি, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ছবি: ইনস্টাগ্রাম।