সৈকতে সুন্দরী শ্রীমা। আবার সুইমিং পুলেও। নিজের এই রূপের আগুনেই সোশাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলা টেলিভিশনের এই সুন্দরী।
কালার্স বাংলার 'নাগলীলা' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় শ্রীমার সফর শুরু হয়। তার পর অভিনেত্রী নজর কাড়েন 'জামাই রাজা' ধারাবাহিকের নীলাশা ওরফে নীল হয়ে।
'বেদের মেয়ে জ্যোৎস্না'র রোহিনী হয়েছিলেন শ্রীমা। আবার 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যায় বিষ্ণুপ্রিয়ার চরিত্রে।
মূল চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র। প্রত্যেক ভূমিকায় নজর কেড়েছেন শ্রীমা। জনপ্রিয় 'গাঁটছড়া' সিরিয়ালে তিনি হয়েছিলেন দ্যুতি।
সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও দেখা গিয়েছে শ্রীমাকে। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে 'টেকো', 'অমর সঙ্গী'। আগামীতে সান বাংলার নতুন সিরিয়াল 'বসু পরিবার'-এ দেখা যাবে অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.