Advertisement
Advertisement

Breaking News

Debchandrima Singha Roy

জিতের ছবির ‘বুমেরাং’ নায়িকা, দেবচন্দ্রিমার এই রূপ দেখেছেন?

সিরিয়ালের মিষ্টি নায়িকা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ বিন্দাস।

বড়পর্দায় বড় কাণ্ড ঘটাচ্ছেন ছোটপর্দার অভিনেত্রীরা। একদিকে দেবের 'প্রধান' নায়িকা সৌমিতৃষা, অন্যদিকে জিতের আবার 'বুমেরাং' হিরোইন দেবচন্দ্রিমা।

'টেক্কা রাজা বাদশা', 'সাঁজের বাতি', 'সাহেবের চিঠি' সিরিয়ালের মিষ্টি নায়িকা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ বিন্দাস।

জলকন্যা দেবচন্দ্রিমাকে বলাই যায়। তাতেই যেন বেশি খুশি থাকেন অভিনেত্রী।

ফ্লুরোসেন্ট রং বেশ পছন্দ অভিনেত্রীর। তা দিয়েই সাজিয়েছেন নিজের বেণী।

এই ছবিতে আবার ফ্লুরোসেন্ট বিকিনি গায়ে জড়িয়েছেন দেবচন্দ্রিমা।

গ্ল্যামলুকেও সুপার হট টেলিপাড়ার এই অভিনেত্রী। এই ছবিই যেন তার প্রমাণ।

শুধু সমুদ্র নয় ঝরণার জলে স্নান করারও ছবি পোস্ট করেছেন দেবচন্দ্রিমা।