Advertisement
Advertisement

Breaking News

Sobhita Dhulipala

শোভিতার এই রূপেই মন হারিয়েছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য, ভুলেছেন সামান্থাকে

শোনা যায়, প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে থাকাকালীনই নাকি শোভিতার প্রেমে পড়েছিলেন নাগার্জুনপুত্র নাগা।

প্রাক্তন সামান্থাকে ভুলে দ্বিতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। 'দ্য নাইট ম্যানেজার'-এর কাবেরী অর্থাৎ শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন তিনি।

তেলুগু ব্রাহ্মণ পরিবারের মেয়ে শোভিতা। অভিনেত্রীর বাবা ছিলেন নৌসেনার অফিসার। মাত্র ১৬ বছর বয়সে বিশাখাপত্তনম থেকে মুম্বই চলে আসে শোভিতার পরিবার।

কর্পোরেট আইন নিয়ে পড়াশোনা শোভিতার। কুচিপুড়ি নৃত্য ও ভরতনাট্যমও শিখেছেন দীর্ঘদিন।

বন্ধুদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতেই এর সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নেন। সেই থেকে তাঁর গ্ল্যামার দুনিয়ার সফর শুরু।

অনুরাগ কশ্যপের পরিচালনায় শোভিতার প্রথম সিনেমা 'রমন রাঘব ২.০'। 'মেড ইন হেভেন' ওয়েব সিরিজেও নজর কাড়েন অভিনেত্রী। 'Kalki 2898 AD'র তেলুগু ভার্সানে দীপিকা পাড়ুকোনের জন্য কণ্ঠ দিয়েছেন তিনি।

শোনা যায়, প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে থাকাকালীনই নাকি শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন নাগার্জুনপুত্র নাগা চৈতন্য। ৮ আগস্ট হায়দরাবাদে দুই তারকা বাগদান সারেন। ছবি- ফেসবুক ও ইনস্টাগ্রাম।