Advertisement
Advertisement

Breaking News

Swikriti Majumder

‘মেয়েবেলা’র মোহ! চিনতে পারছেন এই নায়িকাকে?

একসময় ছোটপর্দায় 'খেলাঘর' বেঁধেছিলেন অভিনেত্রী।

একসময় ছোটপর্দায় যে 'খেলাঘর' বেঁধেছিলেন, সেখানে তাঁর 'মেয়েবেলা' ভালোই কেটেছে। তার পর 'আলোর কোলে' গ্ল্যামারের হাতছানি। বাংলা টেলিভিশনে এভাবেই স্বীকৃতি মজুমদার নিজের পরিচিতি তৈরি করেছেন।

বেহালার পর্ণশ্রীর মেয়ে স্বীকৃতি। সেখানেই বেড়ে ওঠা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন অভিনেত্রী। সেই সুবাদে একটি চাকরিও পেয়েছিলেন। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য ক্ষেত্র সাজিয়ে রেখেছিল।

এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বীকৃতি। সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন। সেই সুবাদেই প্রথমবার অভিনয়ের সুযোগ পান।

মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে চাকরি ছেড়ে অভিনয় জগতে আসবে? এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না স্বীকৃতির কাছে। তবে তিনি গ্ল্যামার জগৎকেই বেছে নেন।

২০২০ সালে 'খেলাঘর' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে স্বীকৃতির সফর শুরু হয়। তার পর অভিনেত্রীকে দেখা যায় 'মেয়েবেলা' ধারাবাহিকের নায়িকা হিসেবে।

এর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'আলোর কোলে' সিরিয়ালে অভিনয় করেন স্বীকৃতি। তবে এখন নায়িকা ছুটির মেজাজে। আর সেই ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবি: ইনস্ট্রাগ্রাম।