এমনিতেই বাইরের আবহাওয়া চরমভাবাপন্ন। তায় আবার মিয়া খালিফার বোল্ড মেজাজ। স্তনযুগলে গাঁজা পাতা, হাতে 'সুট্টা' নিয়ে ছবি পোস্ট করেছেন প্রাক্তন পর্নস্টার। তাতেই শোরগোল।
মালটা এবং লুক্সেমবার্গের পর জার্মানিতেও গাঁজা চাষকে বৈধতা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে সে দেশের প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবেন। সেই জন্যই কি মিয়ার এমন নেশাতুর ছবি?
কারণ যাই হোক, প্রাক্তন পর্নস্টারের ছবি সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মিয়ার এই এক পোস্টে ৪৮ ঘণ্টার মধ্যে ১০ লক্ষের বেশি লাইক পড়েছে।
লেবাননের বেইরুটে জন্মানো মিয়া খালিফা ২০১৪ সালে পর্ন ছবির দুনিয়ায় প্রবেশ করেন। সেই সময় তিনি ও তাঁর তৎকালীন স্বামী প্রকাশ করেন কিছু নগ্ন ছবি।
মাত্র তিন মাস পর্নদুনিয়ায় ছিলেন মিয়া। তাতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। পর্নদুনিয়া থেকে অবসর নেওয়ার পরও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
এখনও প্রথম সারির পর্নস্টারের তালিকায় মিয়াকে রাখা হয়। নিজের ভার্চুয়াল খ্যাতি বজায় রাখতে নিয়মিত ছবি আর ভিডিও আপলোড করেন পর্নদুনিয়ার প্রাক্তন তারকা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.