ঘুরতে বেশ ভালোবাসেন দেবলীনা কুমার। তাই কাজের অবসরে শিডিউল দিন কয়েক ফাঁকা থাকলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন দেবলীনা-গৌরব।
সম্প্রতি শীতকালীন ছুটিতে থাইল্যান্ড, ফুকেত ট্যুরে গিয়েছিলেন দেবলীনা-গৌরব। সেই সফর থেকেই একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
সবথেকে বেশি নজর কাড়ল জিন্স বিকিনিতে দেবলীনা কুমারের একগুচ্ছ ছবি। সমুদ্রতটে বিভিন্ন পোজে ধরা দিলেন ক্যামেরার সামনে।
দেবলীনা বরাবরই ফ্যাশন সচেতন। এবার জিন্সের ব্রালেট এবং শর্টসে নজর কাড়লেন। যা দেখে অভিনেত্রীর চাবুক ফিগারের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
নিউ ইয়ারে পুরোদস্তুর ছুটির মেজাজে সেলেবরা। বলিউড থেকে টলিউড, সকলেই হলিডে মুডে। তখন গৌরব-দেবলীনাকেও দেখা গেল থাইল্যান্ড ট্যুরের স্মৃতি রোমন্থন করতে। সেই ছবি শেয়ার করেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারকাদম্পতি। (ছবি- ইনস্টাগ্রামে)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.