Advertisement
Advertisement
Toy Train

G-20: দার্জিলিংয়ে টয়ট্রেন যাত্রায় বিদেশি অতিথিরা, পা মেলালেন লোকনৃত্যে, দেখুন ছবি

রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করেন বিদেশি প্রতিনিধিরা।

১০

জি-২০ সম্মেলনে তৃতীয় দিন। দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করলেন বিদেশি অতিথি ও কেন্দ্রের প্রতিনিধিরা।

১০

টয়ট্রেন চড়লেন তাঁরা। তুললেন সেলফি। টয়ট্রেনে চেপে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করলেন অতিথিরা।

১০

অতিথিদের মন কাড়তে দার্জিলিংয়ে ব্যবস্থা ছিল লোকনৃত্যের। সেই তালে পা মেলালেন অতিথিরা।

১০

অতিথিদের স্বাগত জানাতে ছিল হরেক কিসিমের ব্যবস্থা।

১০

দার্জিলিংয়ের নাচ-গানে মেতে উঠলেন অতিথিরা।

১০

স্থানীয় শিল্পকে ভিত্তি করে পর্যটন আরও ফুলেফেঁপে উঠবে বলে মনে করছেন প্রতিনিধিরা।

১০

টয়ট্রেন সফর শেষে দার্জিলিংয়ের রাজভবনে যান বিদেশি অতিথিরা।

১০

রাজভবনে উপস্থিত ছিলেন খোদ রাজ্য়পাল সিভি আনন্দ বোস।

১০

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশি প্রতিনিধিরা।

১০ ১০

সবমিলিয়ে জি-২০ সম্মেলনে উৎসব মুখর হয়ে উঠেছিল দার্জিলিং।