রীতি মেনে সপ্তমীর সকালে নবপত্রিকার স্নান। নিজস্ব চিত্র।
প্রথা মেনে সপ্তমীতে বীরভূমের বৈদ্যনাথপুরে হল দেবীর অস্ত্র স্নানও। ছবি: শান্তনু দাস।
বীরভূমের দুবরাজপুরে ইউথ কর্নার ক্লাবে নবপত্রিকা স্নানের পর সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। ছবি: শান্তনু দাস।
বর্ধমানের গোদা শিবতলায় সপ্তমীর আরতি। ছবি: মুকলেসুর রহমান।
সেজে উঠেছে পূর্ব বর্ধমানের আলামগঞ্জ বারোয়ারির মণ্ডপ। ছবি: মুকলেসুর রহমান।
ঝাড়গ্রামের ভালুক খুলিয়া শক্তি সংঘ ক্লাবের মণ্ডপ সেজেছে লক্ষ্মীর ভান্ডারের আদলে। ছবি: প্রতিম মৈত্র।
সেজে উঠেছে মুর্শিদাবাদের সাহোরা জমিদার বাড়ির মাতৃ প্রতিমা। ছবি: চন্দ্রজিৎ মজুমদার।
শুধু দক্ষিণবঙ্গ নয়, মাতৃ আরাধনায় ব্যস্ত উত্তরবঙ্গও। মালদহে শান্তি ভারতী পরিষদের মাতৃপ্রতিমা। নিজস্ব চিত্র।
বালুরঘাট আর্য সমিতির মণ্ডপ সেজেছে বাংলা ক্যালেন্ডারের আদলে। ছবি: রতন দে।
দূর্গাপুরের মার্কনির দক্ষিণপল্লিতে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ছবি। সপ্তমীর রাতে জনজোয়ার। ছবি: উদয়ন গুহরায়।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.