Advertisement
Advertisement
Durga Puja 2024

অষ্টমীর সাবেকি সাজ হোক রাইমার মতো স্নিগ্ধ, রইল টিপস

অঞ্জলি দিনে-রাতে কীভাবে সাজবেন? দেখে নিন ছবিতে। সঙ্গে দারুণ টিপস!

পুজোর সাজ হোক রুচি-আভিজাত্যের মিশেলে। রাইমা সেনের মতো কীভাবে সাজবেন? ঝটপট জেনে নিন।

পুজোর সাজ মানেই সাবেকিয়ানা। আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য সাধারণত লাল পাড় সাদা শাড়িটাই বেছে নেন অনেকে।

রাইমা সেনও সেরকমই একটি শাড়ি বেছে নিয়েছেন পুজোর মরশুমে। সঙ্গে ডিজাইনার ব্লাউজও বেছে নিতে পারেন। সেটা স্লিভলেসও হতে পারে বা ফুলস্লিভ কিংবা হাফস্লিভস।

শাড়ি যদি একেবারে সাদামাট হয়। তবে এক্ষেত্রে জমকালো ব্লাউজ বেছে নিন। একেবারে যৎসামান্য মেকআপ থাকুক। কপালে ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক।

সকালের মেকআপ খুব একটা গাঢ় না হওয়াই ভালো। স্নিগ্ধ সাজেই নজর কাড়ুন অঞ্জলিতে। মানানসই গয়না পড়ে নিন।

তবে রাতে কিন্তু রাইমার সেনের মতোই বেছে নিতে পারেন ভায়াব্রেন্ট কালার। অভিনেত্রী যেমন এক্ষেত্রে পিংক রঙের শাড়ি বেছে নিয়েছেন।

খানিক জমকালো হলে মন্দ হবে না রাতের সাজপোশাক। তার সঙ্গে কানে ভারী দুল থাকুক। আর মেকআপ হোক গাঢ়, নজরকাড়া। আপনিই হয়ে উঠবেন সকলের চোখে মোহময়ী। (ছবি- ফেসবুক)