Advertisement
Advertisement

Breaking News

Subhasharee Ganguly

দীপাবলিতে শুভশ্রী যেন স্বপ্ননায়িকা, খোলা চুল, লাল লেহেঙ্গায় মায়াজাল বুনলেন ‘রাজরানি’

শুভশ্রীতে মুগ্ধ টলিপাড়ার নায়িকারা। দেখুন অ্যালবাম।

দীপাবলি মানেই জমকালো সাজ। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সে পথে হাঁটলেও নায়িকার সাজে কিন্তু আভিজাত্যের পাশাপাশি রুচির মিশেলও রয়েছে।

সিঁদুরে লাল রঙের লেহেঙ্গা। তার সঙ্গে ভারী সিক্যুইনসের কাজ করা ব্লাউজ। মানানসই কুন্দনের ভারী গয়না। সিঁথিতে সিঁদুর..., শুভশ্রীর দিক থেকে চোখ ফেরানো দায়!

দীপাবলির ফটোশুটে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। আর 'রাজরানি'র এহেন রূপে নেটপাড়া প্রায় ঝলসে যাওয়ার জোগাড়!

আলো-আঁধারিতে শুভশ্রী যেন মায়াজাল বুনেছেন! সেই ফটোশুটের নেপথ্যে বাজছে ঠুমরি। আহা!

দীপাবলির আসল ফুলঝুরি যেন রাজঘরনি নিজেই। অভিনেত্রীর লুকে প্রশংসায় পঞ্চমুখ সৌরসেনী মৈত্র ,দেবলীনা কুমার, শ্রুতি দাস, মানালি মণীষা-সহ টলিপাড়ার আরও অনেকেই। (ছবি: ইনস্টাগ্রাম)