দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। আগামী ৩০ নভেম্বর, শনিবার তিলোত্তমার বুকে কনসার্টে ঝড় তুলবেন তিনি।
তার প্রাক্কালেই হাওড়ার মল্লিকবাজার ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার থেকে শুরু করে দক্ষিণেশ্বর প্রায় সর্বত্র চষে ফেললেন দিলজিৎ। মা ভবতারিণীর পুজোও দিলেন তিনি।
গায়কের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যাবে শীতকালীন শহর তিলোত্তমার প্রেমে পড়েছেন তিনি। কোথাও ফুলবাজারের প্রবীণ বিক্রেতাদের সঙ্গে হাসিমুখে ফুল বিনিময় করলেন।
কোথাও বা দিলজিৎ দোসাঞ্ঝকে দেখা গেল হলুদ ট্যাক্সি চড়ে বা বড়বাজারের ভিড়ে। আবার কখনও বা বালি ব্রিজে দাঁড়িয়ে গঙ্গাদর্শনও সারলেন গায়ক।
পাঞ্জাবি পপস্টারের শো ঘিরে শহরে তুমুল উন্মাদনা। যেখানে সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহমুখো হতে গরিমসি দর্শকদের, সেখানে দিলজিতের কলকাতার শোয়ের বহুমূল্য টিকিট একটাও পড়ে নেই! বুকিং শুরু হতেই নিমেষে শেষ। অনেকে টিকিটের 'টিকির' নাগাল পর্যন্ত পেলেন না।
'আমি শুনেছি সেদিন...', বাংলা গান সঙ্গী করেই গোটা কলকাতা চষে ফেললেন দিলজিৎ দোসাঞ্ঝ। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
দিলজিৎ-মৌসুমীর আলাপ-পরিচয় রয়েছে কিনা জানা নেই। তবু কলকাতায় এসে পাঞ্জাবি পপস্টার মজে রইলেন বাঙালি শিল্পীর গানে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.