Advertisement
Advertisement

Breaking News

Park Street

জমজমাট ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, সন্ধ্যা গড়াতেই পার্ক স্ট্রিটে মিশল শহরের সব রাস্তা

সন্ধ্যা গড়াতেই পার্ক স্ট্রিটে আলোর মেলা।

১০

বর্ষশেষে গড়ের মাঠে প্রেমী যুগলের ভিড়। নিজস্ব চিত্র।

১০

সন্ধ্যা গড়াতেই পার্ক স্ট্রিটে আলোর মেলা। প্রিয় মানুষদের নিয়ে হাজির সকলে। নিজস্ব চিত্র

১০

বন্ধুদের সঙ্গে সেলফিতে মজে সকলে। নিজস্ব চিত্র

১০

প্রিয়জনের জন্য নতুন বছরে গিফট কিনতে নিউমার্কেটে ভিড় জমিয়েছে আট থেকে আশি। নিজস্ব চিত্র

১০

সকাল থেকেই ভিড় ইকো পার্কে। সাত আশ্চর্য সৌধের রেপ্লিকা দেখতে লম্বা লাইন।

১০

শীতের আমেজ গায়ে মেখে চলছে পিকনিক।

১০

তাজমহলের রেপ্লিকা দেখতেও ভিড় ইকোপার্কে।

১০

বড়দিনের মতোই চিড়িয়াখানা ভিড় জমেছিল এদিন।

১০

বছরের শেষ সূর্যাস্তে ভালোবাসার ছোঁয়া।

১০ ১০

ধীরে ধীরে ডুবছে সূর্ষ। শেষ হচ্ছে একটা বছর।