উৎসবের মরশুম। নবরাত্রির পর সামনেই দিওয়ালি। আর সেই প্রেক্ষিতেই শাড়িতে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন চিত্রাঙ্গদা সিং।
পরনে সিক্যুইন শাড়ি। তার সঙ্গে মানানসই সাহসী ডিপকাট স্লিভলেস ব্লাউজ। চোখেমুখে লাস্যের ছোঁয়া... আহা!
সাহসী ফ্যাশনেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন চিত্রাঙ্গদা সিং। আপনার দিওয়ালি ফ্যাশন টিপস হিসেবে এই সাজ মন্দ নয় কিন্তু!
'ফেস' নামক এক ম্যাগাজিনের জন্য চিত্রাঙ্গদা সিং ফটোশুট করেছেন। আর সেটাই আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে।
কোনও ছবিতে আবার কালো পোশাকে ম্যাজিক দেখালেন অভিনেত্রী। হাই থাই স্লিট গাউনে চিত্রাঙ্গদা যেন এখানে আরও সাহসী।
আরেকটি ছবিতে সমুদ্র সৈকতে নরম রোদ গায়ে মেখে ধরা দিলেন চিত্রাঙ্গদা সিং। ফ্যাশন ম্যাগাজিনের জন্য শুট করা সেসব উষ্ণ ছবি নিজেই শেয়ার করেছেন তিনি।
চিত্রাঙ্গদার সাহসী সাজে নজর কাড়ল নাকে পরা নথ। সাদা স্টোনের কাজ করা এই নথ, সাজে অতিরিক্ত মাত্রা যোগ করেছে। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.