Advertisement
Advertisement

Breaking News

Celebrity Durga Puja

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় রানির সঙ্গে ক্যাটরিনা, কাজলের সঙ্গী জ্যাকি

একের পর এক তারকার উপস্থিতিতে জমজমাট এই পুজো প্রাঙ্গন।

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় একের পর এক বলিউড তারকার আসছেন। নবমীতে দেখা মিলল ক্যাটরিনা কাইফের।

হলুদ শাড়ি পরেই পুজো প্রাঙ্গনে আসেন ক্যাটরিনা। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে যান দুর্গা প্রতিমার সামনে।

প্রতিমা দর্শনের পর দুই অভিনেত্রীকে খোশমেজাজে গল্প করতে দেখা যায়। তার মাঝে পাপারাজ্জির ক্যামেরার সামনে দেন পোজ।

এদিকে আবার কাজলের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের পুজোয় গিয়েছিলেন জ্যাকি শ্রফ।

নয়ের দশকে 'হোতে হোতে প্যায়ার হো গ্যায়া' সিনেমায় জ্যাকির সঙ্গে অভিনয় করেছিলেন কাজল। প্রাক্তন নায়ককে দেখে উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী।