Advertisement
Advertisement

Breaking News

Sanya Malhotra

মাখন শরীরে চুঁইয়ে পড়ছে জল! চাবুক-ফিগারে বাজিমাত ‘দঙ্গল’ কন্যা সানিয়া মালহোত্রার

সুইমিংপুলে জলকেলিতে মত্ত সানিয়া মালহোত্রা! দেখুন.

শরীর চুঁইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। সেই অবস্থাতেই জল থেকে উঠে এলেন বলিউড সুন্দরী সানিয়া মালহোত্রা। ক্যামেরাবন্দি হল মুহূর্ত।

মাখন শরীরে বোল্ড বিকিনি-বেবি সানিয়া। ‘দঙ্গল’কন্যার চাবুক-ফিগার মাতোয়ারা নেটপাড়া।

আমির খানের 'দঙ্গল' ছবিতে যে সানিয়া হয়েছিলেন ববিতা কুমারী, সেই সানিয়াই এখন বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। তবে কাজ নির্বাচনের ক্ষেত্রে অভিনেত্রী বেশ সতর্ক।

সমুদ্র সৈকত বেশ ভালোবাসেন সানিয়া। তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল একটু ঘাটলেই বোঝা যায়।

'বাধাই হো', 'লুডো'র পাশাপাশি 'কাঁঠাল'-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন সানিয়া। পাশাপাশি কোরিওগ্রাফার হিসেবেও বলিউডে কাজ করেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)