Advertisement
Advertisement

Breaking News

Bhumi Pednekar

বুকে একটুকরো কাপড়, চুঁইয়ে পড়ছে আইসক্রিম! ভূমির ‘কীর্তি’তে কাত নেটপাড়া

'সামার কুল' অবতারে ভক্তদের ঘুম ছোটালেন অভিনেত্রী। দেখুন অ্যালবাম।

মাঝেমঝ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দেন ভূমি পেড়নেকর। এবারও সামার কুল অবতারে ভক্তদের ঘুম ছোটালেন অভিনেত্রী।

ভূমি পেড়নেকর যখন বলিউডে ডেবিউ করেন, তখন তাঁর ওজন ছিল ৯০ কেজি। প্রথম সিনেমার জন্য তিনি ৩০ কেজি বাড়িয়েছিলেন।

তবে পরে কড়া ডায়েট চার্ট মেনে শরীর একেবারে মেদহীন করে ঝরঝরে চাবুক ফিগারে ধরা দেন।

ভূমির এই ট্রান্সফরমেশন নিয়ে কিন্তু কম চর্চা হয়নি। অনেকে বলেন জিরো ফিগারের চেয়ে আগেই অভিনেত্রীকে বেশি মানাত! আবার অনেকে ভূমি পেড়নেকরের 'সেক্সি' অবতারে কাত হন!

সে যাই হোক, ভূমি পেড়নেকর ৩২ কেজি ওজন কমিয়েছেন। অনেকেই মনে করেন যে, তিনি হয়তো কম খাবার খেয়ে বা খিদে পেটে থেকে এই হারে ওজন কমিয়েছেন।

বিষয়টি কিন্তু মোটেই সেরকম নয়! বরং ভূমি ভালো ডায়েট প্ল্যান মেনে চলেছেন এবং কড়া ওয়ার্কআউটের মাধ্যমেই এমন অসাধ্যসাধন করেছেন।

ভূমির মতে, "তুমি যেমন, তেমনই নিজের শরীরকে ভালোবাসো।" (ছবি- ইনস্টাগ্রাম)