Advertisement
Advertisement
Nondinii Chatterjee

সিরিয়ালের দজ্জাল শাশুড়ি বিকিনিতে লাস্যময়ী! নন্দিনীর নয়া অবতারে থ নেটিজেনরা

একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

'জল থই থই ভালোবাসা' বা 'মন দিতে চাই', সিরিয়াল যাই হোক না কেন দজ্জাল শাশুড়ি হয়ে বউমাদের বেশ ভালোভাবেই নাজেহাল করতে পারেন নন্দিনী চট্টোপাধ্যায়।

তবে সমুদ্র সৈকতে এই 'দজ্জাল শাশুড়ি'ই আবার লাস্যময়ী নারীর রূপ নিয়ে ক্যামেরার সামনে দেন পোজ।

বয়সের তোয়াক্কা না করেই নিজের শর্তে বাঁচেন নন্দিনী। তাই তো এমন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতে কোনও দ্বিধা নেই তাঁর।

অভিনেত্রীর এই লাস্যময়ী অবতার দেখে কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন।

অবশ্য নিন্দার পরোয়া খুব একটা করেন না নন্দিনী। বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ভালোবাসেন তিনি।