"বিদ্যাং দেহি নমোহস্তুতে...", এই মন্ত্রের মাধ্যমেই সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দিনটা যাতে সকলের ভাল কাটে এই প্রার্থনা করেছেন তারকা।
বাগদেবীর আরধনায় মেতেছিলেন দেব। নিজের 'বাঘা যতীন'-এর পাশাপাশি রুক্মিণীর 'বিনোদিনী'র সাফল্যের কামনাও করেছেন অভিনেতা-প্রযোজক।
সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়িতে সেজেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসের সরস্বতী হয়েছিল বুধবার বিকেলে। সেখানে গিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়। ছিলেন অঙ্কুশও।
সরস্বতী পুজোয় ঘরোয়া মেজাজে ক্যামেরার সামনে ধরা দিলেন কোয়েল মল্লিক।
প্রেমময় বসন্ত পঞ্চমীর মেজাজে ছিলেন ঊষসী চক্রবর্তী। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন স্বস্তিকা দত্ত ও রাজদীপ গুপ্ত।
এসভিএফের সরস্বতী পুজোতেই গিয়েছিলেন আবির চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.