Advertisement
Advertisement

Breaking News

Monami Ghosh

হট অবতারে দক্ষিণ কোরিয়া কাঁপাচ্ছেন টলিপাড়ার মনামী, ট্যুরের ছবি দেখেছেন?

'শুম্ভ-নিশুম্ভ'র সঙ্গে ছবি শেয়ার মনামী ঘোষের।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্য়াক্টিভ অভিনেত্রী মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম। যখনই যা করেন টুক করে আপলোড করে দেন। ব্যস, অনুরাগীরা তো সেই ভিডিও দেখে আপ্লুত!

সম্প্রতি কোরিয়া বেড়াতে গিয়েছিলেন মনামী ঘোষ। সেখান থেকেই একের পর এক ফটো দিয়ে নেটপাড়া সরগরম করেছেন অভিনেত্রী।

কোরিয়া তাঁর এতই প্রিয় যে ইতিমধ্যেই কোরিয়ান খাবার রান্না করা শিখে ফেলেছেন। সবচেয়ে প্রিয় কোরিয়ান খাবার হল গালবি উইথ রামেন।

বয়স চল্লিশ ছুঁইছুই করলেও গ্ল্যামার বিন্দুমাত্র চালসে হয়নি মনামী ঘোষের। বরং বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার গ্ল্যামার।

তাঁর চাবুক ফিগারের চাবিকাঠি জানতে অনেকেই আগ্রহী। মাঝেমধ্যেই বোল্ড লুকে নেটপাড়া সরগরম করেন মনামী।

টেলিপর্দার পাশাপাশি সৃজিত মুখোপাধ্য়ায়ের মৃণাল সেনের বায়োপিকে, কিংবদন্তী পরিচালকের স্ত্রীয়ের ভূমিকাতেও অভিনয় করেছেন মনামী ঘোষ। ইতিমধ্য়েই সেই লুকে নজর কেড়েছেন তিনি।