Advertisement
Advertisement

Breaking News

Arun Laal Wedding

গোলাপের মালা, আংটি বদলে শুভ পরিণয় অরুণ লাল-বুলবুলের, দেখে নিন বিয়ের ছবি

সাঁইতিরিশের বুলবুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল।

বিয়ে হয়ে গেল বুলবুল সাহা এবং অরুণ লালের। ফেসবুকে পোস্ট করে বুলবুল লিখেছেন,"সরকারিভাবে মিসেস লাল হলাম।" তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবার এবং বন্ধুদের। বাংলা তথা দেশের প্রাক্তন ক্রিকেটারের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।

বিশেষ দিনের জন্য বুলবুল বেছে নিয়েছিলেন অফ হোয়াইট শাড়ি। সাদা রংয়ের পাঞ্জাবি পরেছিলেন অরুণ লাল। এছাড়াও তাঁর পরনে ছিল হালকা আকাশি রংয়ের কোট। দু' জনের গলায় ছিল গোলাপের মালা।

পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হল। 'অরুণ ওয়েডস বুলবুল' লেখা কেক কাটলেন দু'জনে।

নববধূ বুলবুলকে কেক খাইয়ে দিলেন অরুণ লাল।

হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি। জীবনের নতুন ইনিংস শুরু করলেন অরুণ লাল।