Advertisement
Advertisement

Breaking News

Ananya Pandey

আদিত্য নয়, এখন নিজেকেই ভালোবাসেন অনন্যা! হট অবতারে প্রমাণ দিলেন চাঙ্কিকন্যা

নিজেকে নিজের মতো গুছিয়ে দিব্যি রয়েছেন অনন্যা।

আদিত্য রায় কাপুরের সঙ্গে নাকি ব্রেক আপ করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা। শোনা যাচ্ছে অনন্য়াকে ছেড়ে নাকি আদিত্যর মনে এখন সারা আলি খান।

তবে অনন্যা পাণ্ডের এসবে কোনও ধ্যান, জ্ঞান নেই। বরং ইদানীং তিনি নিজেকেই ভালোবাসছেন সবচেয়ে বেশি।

অনন্যার ইনস্টাগ্রামে উঁকি মারুন। দেখবেন, নিজেকে নিজের মতো গুছিয়ে দিব্যি রয়েছেন অনন্য়া।

দুবছর একটানা প্রেম করে সদ্য নাকি আদিত্য ও অনন্যা নাকি ব্রেকআপ করেছেন। এমনকী, এই ঘটনা প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন অনন্যা।

দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটিতে গিয়েছিলেন। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য-অনন্যা। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার।

এক সময় অনন্যা বলেছিলেন, ''আদিত্য আমার বন্ধুর চেয়ে অনেক বেশি। বলতে পারি, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। যাকে ছাড়া আমি ভাবতে পারি না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আমার। সবচেয়ে বড় ব্যাপার আদিত্য আমাকে বোঝে। হয়তো ভবিষ্যতটাও এভাবেই সাজাব।”